ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা বড়হিত ইউনিয়নের পাড়াপাচাশি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী স্থানীয় আবুল হাসিমের স্ত্রী।
জানা যায়, নিজ বাড়িতে রহিমা খাতুন সকাল ১০ টার দিকে পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-১৯