চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের টিকরা গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে সদর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহারাজপুর টিকরা গ্রামের মনিমুল ইসলামের মেয়ে তারমিহিম আক্তার বৈশাখী'র (১৩) বিয়ে চলাকালে তা বন্ধ করা হয়।
মহারাজপুর সালিম ডোলপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হারুনুর রশিদের (২২) সাথে বৈশাখী’র বিয়ে হচ্ছিল। স্থানীয় সুত্র জানায়, অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বিয়ে না দেয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার পিতা মনিমুল ইসলামকে অনুরোধ করেন। কিন্তু মনিমুল কারো কথায় কর্ণপাত না করে মেয়ের বিয়ে দিতে অনড় থাকেন।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বুধবার সকালে মহারাজপুর টিকরা গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল বিয়ে বন্ধ করে। এসময় ছেলে পক্ষের লোকজন বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে উভয় পরিবারের অভিভাবকদের মুচলেকা নিয়ে এবং জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-২১