'জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেরপুর প্রেসক্লাব। আজ দুপুরে শহরের নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় টেলিভিশন সাংবাদিক ফোরাম, শেরপুর সাংবাদিক সামিতি, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি, পরিবেশবাদী সংগঠন ‘সাইন’, অসহায় ও দরিদ্র শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস্’ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক, শ্রমিক সংগঠন এ কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদ মাসুদ হাসান বাদল, টেলিভিশন সাংবাদিক ফেরামের সভাপতি মো. মেরাজ উদ্দিন, পৌর সাভার সাবেক চেয়ারম্যান আব্দুর রেজ্জাক আশীষ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-২২