জামালপুরে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা আব্দুল বারিক বারি নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জামালপুর জিআরপি থানার ইনচার্জ উপ-পরিদর্শক কাউসার জানান, মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলার আসামী টিকেট কালেক্টর (টিসি) আনিসুর রহমানকে আজ বুধবার গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার জামালপুর রেল স্টেশনে জিআরপি পুলিশের প্রহারে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল বারিক বারি মারা যান। এই ঘটনায় নিগতের ছেলে শাহ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জিআরপি থানার ওসি গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, সহকারী উপ-পরিদর্শক সোহরাব ও টিকেট কালেক্টর আনিসুর রহমানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ