কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ৩ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। নিহদের পরিচয় এখনও জানা যায়নি। আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বাতাবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম জানান, নোয়াখালীগামী নোয়খালী এক্সপ্রেস বাস এবং কুমিল্লাগামী পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন মারা যান। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ