বগুড়ার ধুনটে মসজিদের ইমাম কাজি মতিউর রহমান হত্যা মামলায় রেজাউল করিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বলারবাড়ী গ্রামের জেল হোসেনের ছেলে।
জানা যায়, গত ৩ জুলাই রাতে ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বলারবাড়ী গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইমাম মতিউর রহমান বানিয়াগাঁতি গ্রামের বাজার জামে মসজিদে তারাবির নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে স্বজনেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে রাস্তার পাশে ইমামের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মঙ্গলবার রাতে রেজাউল করিমকে গ্রেফতার করে।
বগুড়ার ধুনট থানার এসআই রফিকুল ইসলাম জানান, ইমাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ