স্বামীর উপর অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে এক গৃহবধূ। এ খবর পেয়ে পালিয়েছে স্বামী। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার। মুরফিয়া বেগম (২০) নামে ওই গৃহবধূকে আশংকাজনক অবস্থায় আজ বুধবার পিরোজপুর সদর হাসপাতালে আনার পরে খুলনায় পাঠানো হয়েছে। উপজেলার গুয়ারেখা গ্রামের বাসিন্দা মো. মন্টু শেখের স্ত্রী মুরফিয়া।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, আজ সকালে পারিবারিক কলহের জের ধরে মুরফিয়া গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন দেখে তার গায়ের আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে উপজেলার পাটিকেলবাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুরফিয়ার বাবার বাড়ির লোকদের খবর দেয়। মুরফিয়াকে তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে মুরফিয়ার স্বামী মন্টু পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ