ফেনীর পরশুরাম উপজেলায় মহেষ পুস্করানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিহাব উদ্দিনের (৩২) মৃতদেহ পাওয়া গেছে। বুধবার বিকালে ফেনী সদর হাসপাতালে তার মা নাজনীন আরা বেগম লাশ সনাক্ত করেন। পরিবারের দাবি সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তাকে সুবার বাজার থেকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নিহত শিহাব উদ্দিন মির্জানগর ইউনিয়নের মেলাঘর গ্রামের মৃত মাষ্টার আবু বক্করের ছেলে।
এ ব্যাপারে পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, ঘটনাটি আমি শুনেছি। দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে আহত অবস্থায় ফেনী শহরের ট্রাংক রোড থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালে সে মারা যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ