জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন মাইক্রোবাস চালক রহিম বাদশাহ। হত্যার মূল আসামি সেলিম হোসেন (২৭) এ ব্যাপারে বুধবার (১৩ জুলাই) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
নিহত রহিমের স্ত্রীর সঙ্গে তার সহকারী সেলিমের পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তি দেন। সেলিম ঘোড়াঘাট উপজেলার শহিদুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কিরন কুমার রায় জানান, গত ১১ জুলাই ভোর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারোকান্দি নামক স্থানে মাইক্রোবাস চালক রহিম বাদশাহর (৩৮) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রহিম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট গ্রামের বাসিন্দা।
রহিম বাদশাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের সহকারী একই গ্রামের সেলিমকে আটক করে বুধবার বিকেল ৫ টায় আদালতে হাজির করে পুলিশ।
এ হত্যাকাণ্ডে নিহত রহিমের স্ত্রীরও সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ তাকেও গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ