সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকার জি.আর কলেজের একটি ডোবা থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সলঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা ডোবার ভিতর লাশটি থেকে সংবাদ দেয়ার পর ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে যুবকটি পানিতে পড়ে যায় বা কেউ হত্যা করে ফেলে রেখে গিয়েছে। লাশটি ফুলে ফেঁপে গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৬/শরীফ