কিশোরগঞ্জের শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদ ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের রঙমহল চত্বরে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও যুব ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, এ হামলা একদিকে ইসলাম ধর্মের অবমাননা, অন্যদিকে শোলাকিয়ার শত শত বছরের ঐতিহ্য নষ্ট করার চক্রান্ত। দলমত নির্বিশেষে সকলকে ঐকবদ্ধভাবে জঙ্গিদের মোকাবিলা করার জন্য তারা আহ্বান জানান। বক্তারা জামায়াত-শিবিরকে জঙ্গিদের মদদদাতা হিসেবে উল্লেখ করে তাদের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান। এতে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা সিপিবি নেতা রফিউল আলম চৌধুরী মিলাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার বাশিরউদ্দিন ফারুকী, জেলা যুব ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান খান রিপন, সাবেক সভাপতি বাহার উদ্দিন বাচ্চু প্রমুখ।
মানববন্ধনে ট্রেড ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৬/শরীফ