ঠাকুরগাঁও শহরের মন্দিরপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় চন্দন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় এই দুঘর্টনা ঘটে।
নিহত চন্দনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক মন্দিরপাড়া এলাকায় পৌছালে একটি রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে রিক্সা থেকে পড়ে ঘটনাস্থলেই চন্দন নামে এক যুবক নিহত হয়। এর পর প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সড়ক দুঘর্টনায় নিহতের কথা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৬/ আফরোজ