গুলশান ও শোলাকিয়াসহ সারা দেশে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের মাদ্রাসা শিক্ষকরা।
বাংলাদেশ জমিয়াতুল মোদারেসীন জামালপুর শাখার উদ্যোগে শহরের দয়াময়ী চত্বরে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, এএসপি ইউনুস মিয়া, জমিয়াতুল মোদারেসীন জামালপুর শাখার সভাপতি মওলানা মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনোয়ারুল হক, কাজি মশিউর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন