নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্ত্বর থেকে চার দালালকে আটক করেছে র্যাব-৫। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে শহরের চকরামপুর এলাকা থেকে তাদের আটকের পর এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
আটককৃতরা হলো শহরের লালমনিপুর এলাকার সাইফুল ইসলাম, ভাটোদাড়া এলাকার জয়েন উদ্দিনের ছেলে মিঠু সরদার এবং শাওন সরদার, আনিছ উদ্দিনের ছেলে ওমর ফারুক।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরেই নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস এক দল দালাল গ্রাহকদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্ত্বরে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় গ্রাহকদের হয়রানি করাসহ টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের হাজির করা হয়। এসময় আদালতের বিচারক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রত্যেককে এক মাস করে কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন