পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরী ও ভোলায় পৃথক ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনা করে ছয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রউফ মিয়া ও ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আবদুল মান্নান পৃথক দুই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
পরিবেশ দপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ করার অপরাধে জরিমানা আদায় করা হয়। এছাড়াও ৫০৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
অভিযানে নগরীর বাজার রোড ও বেলতলা এলাকায় মেসার্স জনতা মুদি ভান্ডার থেকে ১০ হাজার, নিউ গাজী ষ্টোর থেকে ৫ হাজার, লোকনাথ ট্রেডার্স থেকে ৩ হাজার, আরজু বেকারী এন্ড ষ্টেশনারী ও মানিক এন্ড সন্স থেকে ২ হাজার করে এবং ভোলার খাল পাড়ের মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন