নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসান তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুহিন উপজেলার জামালপুর গ্রামের মোকারামের ছেলে। তুহিন সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা ওয়ারেন্ট রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন