বগুড়ায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের টিটু মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক আজমল হক। অনুষ্ঠানে ইসলামিক ফউন্ডেশনের মহাপরিচালকের প্রতিনিধিত্ব করেন ইসলামিক ফউন্ডেশনের গবেষক মাও সৈয়দ ওয়াহিদুয্যামান।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন প্রমুখ।
এসময় বগুড়া জেলার সকল উপজেলার প্রায় ২ হাজার ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. আব্দুল্লা আল মাহমুদ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মাও. আব্দুল কাদের।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন