চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে জগুন বিবি (৫২) নামে এক বিধবা নারীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
জগুন বিবি ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়নের মতিন নগর গ্রামের আনারস টিলা এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগুন গত বুধবার রাতে সেহেরি খাওয়ার জন্য ওঠেন। এসময় পূর্ব শক্রুতার জের ধরে ঘরের দরজা ভেঙ্গে হত্যাকারীরা ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আজ সকালে স্থানীয়রা থানায় খবর দিলে ভূজপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ভূজপুর থানার ওসি একেএম লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
স্থানীয় চেয়ারম্যান মো. রুস্তম আলী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে কে বা করা জগুন বিবিকে হত্যার হুমকি দিয়েছিল বলে শুনেছি।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৬/ আফরোজ