বরিশালের বানারীপাড়ায় ছাত্রীকে ধর্ষণের দায়ে জহিরুল ইসলাম ঢালীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম ঢালী বানারীপাড়া উপজেলার সাকরাইল এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন জহিরুল। এতে ওই ছাত্রী অন্তসত্ত্বা হয়ে পড়ে। সেই সন্তানকে তিনি অস্বীকার করেন। এরপর জহিরুলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী।
পুলিশ তদন্ত শেষে আদালতে দাখিল করার পর পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে জহিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন