চুয়াডাঙ্গায় তহমিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে তার স্বামী গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক গৃহবধূ হত্যার বিষয়টি জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ