মানিকগঞ্জের ঘিওরে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে দুই নারী নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে সম্পর্কে তারা মা ও মেয়ে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার (১৫ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, দুর্ঘটনায় নিহত দু'জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সম্পর্কে মা-মেয়ে বলে ধারণা করা হচ্ছে। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ