গাইবান্ধার সাত উপজেলায় বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় পলাতক আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, নাশকতা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলার আরও সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ