সাতক্ষীরায় পুলিশ পরিচয় দিয়ে এক শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত ২টার দিকে শহরের আলিয়া মাদরাসা সংলগ্ন কুমিরা মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা ৫০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।
কলেজ শিক্ষক আব্দুল হামিদ জানান, রাত ২টার দিকে ৮/১০ জনের একটি ডাকাতদল কলাপসিবল গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। পুলিশের কথা শুনে তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/শরীফ