কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় তানিসা জাহান সেতু (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।
তানিসা পাকুন্দিয়ার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে এবং পোড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী জানায়, তানিসা পার্শ্ববর্তী বড় আজলদি গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলো। আজ শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়েছিল সে। এ সময় একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/হিমেল-০২