'বিএনপির প্রধান টার্গেট সাম্প্রদায়িক উগ্রবাদ না আওয়ামী লীগ' তা বিএনপিকেই আজ ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রথমে এ বিষয়টা তাদের নির্ধারণ করতে হবে, এরপরই জঙ্গি বা উগ্রবাদ প্রতিরোধে তাদের মানসিকতার প্রকাশ ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মহাসড়ক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, 'শেখ হাসিনার সরকার যদি তাদের একমাত্র ও প্রধান টার্গেট হয়ে থাকে তাহলে উগ্রবাদের বির'দ্ধে তারা যে বিবৃতি দিচ্ছে এবং জাতীয় ঐক্যের কথা বলছে তা হবে মূল্যহীন। তাহলে বিএনপি প্রকাশ্যে বলুক তাদের প্রধান টার্গেট হচ্ছে উগ্রবাদ প্রতিরোধ করা।' তিনি বলেন, 'উগ্রবাদীদের সঙ্গে নিয়ে কোনোদিন উগ্রবাদ দমন বা প্রতিরোধ করা যাবে না।' মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চার লেন ও সওজ'র কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/শরীফ