চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকার মোহাম্মদপুর চা-বাগানের নৈশপ্রহরী বেলাল হোসেনকে (৫০) উপর্যুপরি ছুরিকাঘা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত বৃস্পতিবার রাতে এ এ ঘটনা ঘটে। নিহত বেলাল পাগলছড়ি এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বেলালের সঙ্গে অপর এক যুবকের ঝগড়া হয়েছিল। একপর্যায়ে ওই যুবক ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই ১৬/ সালাহ উদ্দীন