যমুনা নদীতে ভারত থেকে ভেসে আসা একটি হাতি বগুড়ার সারিয়াকান্দির কাশিরপাড়া চরে আশ্রয় নিয়েছে।
যমুনা নদীর উজান থেকে ভেসে আসা হাতিটিকে গত বৃহস্পতিবার সকালে চালুয়াবাড়ি এলাকায় দেখতে পায় এলাকাবাসি। পরে বেলা বাড়লে হাতিটি খাবারের জন্য চরের কিছু বাড়িঘরে আক্রমন করে। উপায় না পেয়ে চরের বাসিন্দারা হাতিটিতে তাড়া করে। এসময় হাতিটি চলে যায়। শুক্রবার হাতিটিকে একই এলাকার কাশিরপাড়া চরে দেখা যায়। খবর পেয়ে হাতি দেখতে ভিড় করছে। যমুনা নদীর পাশে কাশিরপাড়া চরে হাতিটি আশ্রয় নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা ভারতে বন্যা হওয়ায় যমুনা নদী দিয়ে হাতিটি ভেসে এসেছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা জানান, চরে আশ্রয় নেওয়া হাতিটি উন্মাদ থাকায় তার ধারে কাছে লোকজন যেতে পারছে না। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। দ্রুত হাতিটি উদ্ধার করার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই ১৬/ সালাহ উদ্দীন