টাঙ্গাইলের কালিহাতী থেকে গ্রেফতার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড শেষে শুক্রবার বিকেলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরা হলেন, রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)।
টাঙ্গাইল কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মামলাটি সিডব্লিউ অন্তর্ভুক্ত হওয়ায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির না করে সরাসরি জেল হাজতে পাঠানো হয়েছে।
গত সোমবার সকাল সাড়ে ১১টায় ওই তিন নারীকে আদালতে হাজির করে প্রত্যেককে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মাসুদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান জানা যায়। পরে গত ৫ জুলাই গভীর রাতে উপজেলার যোকারচর রেলগেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোড়া, মানুষ জবাই করার জিহাদি ভিডিওচিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৬ সালাহ উদ্দীন /হিমেল-১৭