চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামে পানিতে ডুবে রজব আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে কামারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শুক্রবার বিকাল ৩টার দিকে কামারপাড়া মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে মাথাভাঙ্গা নদীতে রজব আলী গোসল করতে গিয়ে পানিতে ডুব দিলে আর উঠতে পারেনি। এ সময় অনেক খোঁজাখুঁজি করার পর নদীর পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোঃ ফকরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/হিমেল-১৯