কিশোরগঞ্জের শোলাকিয়াসহ সারাদেশে জঙ্গী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা সংসদ।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের কালীবাড়ি সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে জঙ্গী-সন্ত্রাসীদের ঠাঁই হবে না। তারা বলেন, যেসব জঙ্গীদের লাশ গ্রহণ তো দূরের কথা, শেষবারের মতো তাদের দেখতেও তাদের মা বাবা আসেন না, জনগণও তাদের হিংসাত্মক কর্মকাণ্ড মেনে নিবে না। এসময় জঙ্গীবাদের শিকড় নির্মূল করার জন্য জনগণকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মনববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আসাদউল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাশিরউদ্দন ফারুকী, অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার আ.ন.ম. নৌশাদ খান, ঢাকা বিভাগীয় সেক্টর কমান্ডার্স ফোরামের নারী বিষয়ক সম্পাদক পিয়ারা বেগম প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৬/মাহবুব