সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার প্রতিবাদে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগ মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শনিবার দুপুরে মাগুরা শহরের ভায়না মোড় এলাকা থেকে মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তর্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নির্মল চ্যাটার্জী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক পংকজ সাহা, এ্যাড.আশরাফ হোসেন লিটন, রানা আমীর ওসমান, সাজ্জাদুল ইসলাম বিপু, আলী আহমেদ আহাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৬/হিমেল-০৩