ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি শার্টার গান, ৫ রাউন্ড গুলি, ৩টি বোমা, ২টি ধারালো গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করেছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলায় কাটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানান মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব।
তিনি বলেন, ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের একটি টহল দলের গাড়ি রাত আড়াইটার দিকে কাটাখালী নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ নিহত এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। এ বন্দুকযুদ্ধে পুলিশের কনস্টেবল সেলিম রেজা ও আহসান হাবিব নামে ২ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত ২টি শার্টার গান, ৫ রাউন্ড বন্দুকের গুলি ৩টি বোমা, ২ গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৬/মাহবুব