পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মাদ্রাসা থেকে বিদেশি পিস্তলসহ সানোয়ার খাঁ (৪২) নামের একজনকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান মির্জাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।
আটক সানোয়ার উপজেলার কলাগাছিয়া এলাকার সেকেন্দার আলী খাঁয়ের পুত্র। তিনি ঢাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
তিনি বলেন, এক সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে মাদ্রাসায় অবস্থান করছে এমন এলাকাবাসীর দেওয়া গোপান সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলি ভর্তি ৭.৬ জাপানি তৈরি একটি পিস্তলসহ সানোয়ারকে আটক করে।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৬/মাহবুব