গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালি গ্রামে চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আলিদ মোল্লা (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের পর গভীররাতে ওই কিশেরাকে আটক করা হয়।
আটক আলিদ মোল্লা উপজেলার ইছাখালি গ্রামের মো. নজরুল মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে আলিদ। শিশুটি এ ঘটনা তার মাকে জানালে তিনি রাতেই থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আলিদ মোল্লাকে আটক করে। আলিদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৬/মাহবুব