রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকানসহ প্রায় ৮টি বসতঘর পুড়ে গেছে। শনিবার বেলা পৌনে ১১টার সময় শহরের রিজার্ভ বাজারের শুটকিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থদের সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের রিজার্ভ বাজারের শুটকিপট্টি এলাকায় স্থানীয় জ্যোৎছনা বেগমের রান্না ঘর থকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পরলে পাশে শুকনো হলুদ মজুদের ও সয়াবিন তেল মজুদের ২টি দোকানসহ অন্তত আটটি বসতঘর সম্পূর্ন পুড়ে যায়।
খবর পেয়ে ছুঠে আসে স্থানীয় এলাকাবাসীও ফায়ার সার্ভিসের দল। সকলের সমিলিত প্রচেষ্টায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ।
রাঙামাটি ফায়ার সার্ভিস সহকারি পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, রিজার্ভ বাজারের শুটকিপট্টি এলাকার দোকান ও বসতঘরের আগুন পুরোপুড়ি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-০১