বাগেরহাটে ‘জঙ্গি, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রখে দাড়াও বাংলাদেশ’ এই শ্লোগানের মধ্যে দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মাধ্যমিক শিক্ষক সমিতি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক নেতারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অজয় চক্রবর্তী, আব্দুল হাসনাত স্বপন, হরিচাদ বিশ্বাস, তানজিদ হোসেন, জেবা আইরিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মুল করতে প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ বিরোধী সড়যন্ত্র প্রতিহত করতে হলে সকলকে সর্তক থেকে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-০২