রাজশাহীর গোদাগাড়ীতে আঙ্গুরা বেগম (৫৮) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার বেলা ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত আঙ্গুরা উপজেলার সাড়ইল গ্রামের মেহের আলীর স্ত্রী।
গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, ওই বাড়িতে স্বামী ও এক কন্যাকে নিয়ে বসবাস করতেন আঙ্গুরা। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন গলা কাটা লাশ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত নয়।
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৬/ আফরোজ