বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে সুরুজ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সারিয়াকান্দি পৌর এলাকার সরকারপাড়ার রেজাউল করিমের ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সরকারপাড়ার একটি জলাশয়ে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সুরুজ। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই জলাশয়ের পার্শ্ববর্তী ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায়।
সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী সুমন জানান, পুকুরের পানিতে ডুবে সুরুজ মারা গেছে। সুরুজের মৃগী রোগ ছিল বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৬/ আফরোজ