চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে ফকিরতন্ত্রের অনুসারী এক সাধুর বসতবাড়িতে হামলা চালিয়ে জুলতম খাঁ ও নগেন হালদার নামের দুই সাধুকে মারধর ও মাথার চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুন দিয়ে তাদের একটি বসতঘর পুড়িয়ে দেয় তারা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত গোবিন্দপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে সাধু জুলমত খাঁর বসতবাড়িতে হামলা চালায়। এসময় জুলমত খাঁ ও তার সাথে থাকা অপর সাধু নগেন হালদারকে মারধর করে তারা। মাথার চুলও কেটে দিয়েছে বলে শুনেছি। এসময় দুর্বৃত্তরা সাধুদের বেঁধে রেখে তাদের খড়ের তৈরি একটি বসতঘরে আগুন দেয়। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-০৪