মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই ফয়জুল হক (৩৬) খুন হয়েছেন। শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল হক উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত রুস্তুম হকের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুই ভাইর মধ্যে বেশ কিছু দিন যাবত পারিবারিক দ্বন্দ ছিল। এই দ্বন্দের জের ধরে আজ সকালে খুনি ছোট ভাই ছয়ফুল নিহত ফয়জুল হকের ৪টি গরুকে খাবারের সাথে মিশিয়ে গোপনে বিষ খাওয়ানোর সময় বড়ভাই দেখে ফেললে ছয়ফুল দৌঁড়ে পালিয়ে যায়। ফয়জুল হক তাকে ধরার জন্য পিছনে দৌঁড়ালে ছয়ফুল হাতে থাকা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে তার পেটের ডান পাশে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা হত্যাকারি ছয়ফুলকে আটক করে পুলিশে দেয়। বিষ পানে ছয়ফুলের ১টি গরু মারা যায় ও ৩টির অবস্থা গুরুত্বর।
এ ব্যাপারে রাজনগর থানার এসআই রাজিব হোসেন জানান, হত্যাকারী ছয়ফুলকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-০৫