‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের টাউন হলের মোড়ে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল আলমগীর, সদর উপজেলার সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন।
বক্তাগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-০৭