বরিশাল নগরীর কালুশাহ্ সড়ক থেকে ৭৫ পিস ইয়াবাসহ দুলাল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে তার নিজ বাসা থেকে মাদকসহ আটক করা হয় দুলালকে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার জানান, কালশাহ্ সড়কের একটি বাসায় মাদকের চালান এসেছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দুলালের বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসা তল্লাশী করে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় বাসার মালিক দুলালকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-০৯