ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কালা ফকিরকে (৫৫) হত্যা করা হয়েছে।
শনিবার সকালে ওই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময় আজিম উদ্দিন (২৩) ও মাসুদ মিয়া (২২) নামের দুই জনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গৌরীপুর থানার ওসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ১ বছর পূর্বে উপজেলার কলতবাড়ী এলাকার মাহবুব নামের এক যুবক জনৈক এক মেয়েকে বশ করার জন্য কালা ফকিরের কাছে আসে। এসময় কালা ফকির মেয়ে বশ করার অঙ্গিকার দিয়ে ওই যুবকের কাছ থেকে ১০ হাজার টাকার চুক্তিতে ৬ হাজার টাকা অগ্রিম নেয়। কিন্তু ঘটনার ১ বছর অতিবাহিত হলেও মেয়ে বশ না মানায় মাহবুব কালা ফকিরের উপর ক্ষিপ্ত হয়।
পরে শনিবার মাহবুব ও তার অপর ৪ জন বন্ধু মিলে ভাড়াটিয়া মোটরসাইকেল যোগে ওই ফকিরের বাড়িতে যায়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে কালা ফকিরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ওই যুবকরা। পরে আশঙ্কাজনক অবস্থায় কালা ফকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে মৃত্যু হয়। এদিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময় এলাকাবাসী ৫ যুবকের মধ্যে ২ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন