পটুয়াখালীর কলাপাড়ায় গোসল করার সময় গলায় গামছা পেঁচিয়ে রুপায়ন পাল (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে বাথরুমের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পৌর শহরের কুমারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুপায়ন খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে ফিরে ঘরে বসে টেলিভিশন দেখার পরে রুপায়ন গামছা নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। অনেক সময় পরে তার খোঁজ না পেয়ে দরজা ভেঙ্গে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়। তারা ধারণা করছেন শরীর মোছার সময় গলায় গামছায় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে রুপায়ন মারা যায়। তার মৃতদেহ কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-১৫