নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আবদুল আজিজ রিমেল (২৩) সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গত ১৮ জুলাই বাড়ি যাওয়ার সময় দাদপুর ইউনিয়নের গৌরীপুরে রিমেল ও তার বাবা আফসার উদ্দিন গুলিব্ধি হন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত ৪ জুন অনুষ্ঠিত দাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু ও বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানে শিপনের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকে উভয় পক্ষ সংঘাত সহিংতা পরিহারের অঙ্গিকার করে। তবে ওই সিদ্ধান্তে স্থির না থেকে গত ১৮ জুলাই রাতে দুই পক্ষ খলিফারহাট বাজার ও গৌরিপুরে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওইদিন রাত ৮টার দিকে রিমেল ও বাবা আফসার জেলা শহর মাইজদী থেকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন। তাদেরকে প্রথমে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে, সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় আফসার উদ্দিন অনেকটা সুস্থ হয়ে উঠলেও হাসপাতালের আইসিইউতে থাকা রিমলেকে শনিবার সকাল সাড়ে নয়টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনায় আহতদেরকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হলেও তারা তা করেনি। এখন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-১৬