পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পৌর শহরের বড় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, র্যাব পটুয়াখালীর কমান্ডার রোকনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, মাওলানা মো .নিজাম উদ্দিন, মাওলানা মো. ওসমান গনি প্রমুখ।
এসময় কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন