শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিদেশে নিজের বাড়ির গাছ কাটতে হলে সরকারের অনুমোদন লাগে, কিন্তু আমাদের এ আইন নেই। তাই বনজ সম্পদ রক্ষায় আইন প্রণয়ন করা হবে।’
শনিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি হলরুমে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার বিরুপ প্রভাব পড়েছে। এগুলো নিয়ন্ত্রণ আনতে হলে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কৃদ্দুস ভূঁইয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন