কক্সবাজারের টেকনাফে বাহাড়ছড়ায় রোহিঙ্গা জঙ্গির গোপন বৈঠকে বিজিবি হানা দিয়ে বিদেশী নাগরিকসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে আরবী লেখা সংবলিত বেশ কিছু মোবাইল মেসেজ পাওয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, ৩০ জুলাই শনিবার দুপুর ১ টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শামলাপুর নতুন পাড়া মৌলভী ছৈয়দ করিমের বাড়িতে হানা দেয়। এসময় এক সৌদি নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সৌদি নাগরিক আবু সালেহ আল দানধি, রোহিঙ্গা জঙ্গি আরএসও নেতা কক্সবাজার ইমাম মুসলিম (রঃ) ইসলামিক সেন্টারের পরিচালক মৃত আব্দুল হামিদের ছেলে হাফেজ ছালাউল ইসলাম, শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি স্থানীয় মৃত হাজী মকবুল আলীর ছেলে মৌলভী ছৈয়দ করিম ও টাঙ্গাইল এলাকার মৌলভী ইব্রহীম। আটককৃতরা বিজিবি হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে অভিযানের আগে বাহারছড়া ইউনিয়িন আওয়ামী লীগের সভাপতি মৌলভী আজিজ উদ্দিন ও তার ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিনসহ আরও দুই বিদেশী নাগরিক ঘটনাস্থল ত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে এ গোপন বৈঠকে কারা ছিল সংশ্লিষ্ট প্রশাসন খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে বলে এমনটি জানা গেছে।
উল্লেখ্য, সারাদেশে জঙ্গি বিরুধী অভিযান চললেও সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা জঙ্গি নেতাদের বিদেশী নাগরিক নিয়ে গোপন বৈঠক জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। তবে এসব জঙ্গিদের কারা মদদ দিচ্ছেন তা খতিয়ে দেখারও প্রয়োজন মনে করছেন সচেতন মহল।
অন্যদিকে বিদেশী নাগরিকসহ আটককৃতদের জিজ্ঞসাবাদ করে এর পিছনে কারা এবং তাদের উদ্দেশ্য বের করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, রোহিঙ্গা জঙ্গিদের গোপন বৈঠকের সংবাদে হানা দিয়ে এক বিদেশী নাগরিক ও রোহিঙ্গা জঙ্গি নেতাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এদের গোপন বৈঠকের বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-১৯