নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে বিভিন্ন সরকারী প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিবাদ করায় ইউপি সমস্যদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন অফিসের লিখিত অভিযোগে জানা যায়, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাসেদুল ইসলাম ও সচিব মোহাম্মদ জিয়া প্রকল্প কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে এলজিএসপি, রাজস্ব, ওয়ান পারসেন্ট, টিয়ার, কাবিখা, ভিজিএফ প্রকল্পের সরকারী অর্থ আত্মসাত করেছে।
স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের রেজুলেশন অনুমোদন দেখিয়ে সরকারী অর্থ আত্মসাত ও লুটপাট করা হয়েছে। এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি মেম্বার ৩ বছরের অধিককালে ভাতা বন্ধ করা হয়েছে।
লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন জোনাইল ইউপি সদস্য মো: আজিজুর রহমান জনাব, মোঃ আব্দুস ছালাম, মোঃ সামসুল হক, মোছা: জহুরা বেগম, মোছা: ফিরোজা বেগম, মো: সেলিম হোসেন, মোঃ শওকত আলী। তবে অভিযুক্তরা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-২৫