নাটোরের সিংড়ায় একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত বিজয়নগর রেনেসাঁ শিক্ষালয়ে সন্ত্রাসীদের হামলায় শিক্ষা কর্মসূচির পরিচালক ও এক অভিভাবকসহ অন্তত ৩ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিজয়নগর গ্রামের রেনেসাঁ শিক্ষালয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হুমায়ূন কবির বিপ্লবের নেতৃত্বে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এই হামলা চালায়।
সিংড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিজয়নগর গ্রামেএকটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত বিজয়নগর রেনেসাঁ শিক্ষালয়ে অভিভাবক মিটিং শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ করে কতুয়াবাড়ী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হুমায়ূন কবির বিপ্লবের নেতৃত্বে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ওই মিটিংয়ে অতর্কিত হামলা চালায়।
এতে রেনেসাঁ শিক্ষা কর্মসূচির পরিচালক সাজু, কর্মী বাবলু ও শিক্ষার্থীর অভিভাবক বেলাল হোসেন আহত হয়। এসময় রেনেসাঁ কর্মসূচির সহ-সভাপতি মুক্তার হোসেন ও সাংবাদিক সাইফুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে সন্ত্রাসীরা।
এদিকে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা এক পর্যায়ে পিছু হঠে। পরে সিংড়া থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
রেনেসাঁ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু জানান, রেনেসাঁ কর্মসূচির সাবেক পরিচালক খন্দকার আল আমিন ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলায় আটক হওয়ার পর থেকেই এলাকার প্রভাবশালী জনৈক হুমায়ূন কবির বিপ্লব মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। আমার কয়েকটি স্কুল দখলেরও চেষ্টা করে যাচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-২৬